বরিশাল সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী শান্তা খানমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শান্তার উপর হামলাকারী সন্ত্রাসী আলালের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার গেটে এসে শেষ হয়।পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আলালের গ্রেপ্তারের দাবি তুলে নানান স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাতে বাঁধা দেয় পুলিশ। এসময় স্লোগান দিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রমিথ রায় বলেন, ‘গত ১৬ অক্টোবর শান্তার উপর হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ন মানববন্ধন কর্মসূচী পালন করেছি এবং একইসাথে ২৪ঘন্টার মধ্যে সন্ত্রাসী আলালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম। কিন্তু হামলার পরে নয় দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রশাসনের এমন ভূমিকায় আমরা হতাশ।’
মনিয়া সুলতানা নামে এক ছাত্রী জানান, ‘শান্তা আমাদেরই বোন। শান্তার রক্তের দাম আলালকে দিতেই হবে। প্রয়োজন হলে আরো কঠোর আন্দোলনে নামবো আমরা।’
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিএম কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসী আলালের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উজিরপুরের ধামুরায় বিএম কলেজ ছাত্রী শান্তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসী আলাল। বর্তমানে শান্তা শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
শিরোনামক্যাম্পাসের খবর, খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর