বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৬
অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ‘এমএল ঐশী-২’ লঞ্চডুবির ঘটনায় আরো ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ এ দাঁড়ালো। এ ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ শিশু ও নারীসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটির নাম মাফিয়া (৪)। সে উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা। এছাড়া নলশ্রী এলাকা থেকে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ মনি আক্তারের সঙ্গে চেহারায় মিল রয়েছে উদ্ধারকৃত এক নারীর। মরদেহ শনাক্ত করতে মনি আক্তারের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ নিয়ে মোট ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে র্অধশতাধকি যাত্রী নিয়ে এমএল ঐশী-২ নামের লঞ্চটি ডুবে যায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।