বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর ট্রলার যাত্রী দুলাল চটকির লাশ উদ্ধার করেছে স্বজনেরা। বুধবার সকালে সন্ধ্যা নদীর খেঁজুরবাড়িয়া পয়েন্ট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
দুলাল উপজেলার বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে- গত রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সন্ধ্যা নদীতে দুটি যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ১৩ যাত্রী নদীতে পরে যান।
এর মধ্যে ১২ যাত্রী সাঁতরে ট্রলারে উঠতে পারলেও দুলাল চটকি নামে ওই যাত্রী নিখোঁজ ছিলেন।
বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।’
শিরোনামবরিশালের খবর