ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৫৫ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সফটওয়্যারে হার্ট অ্যাটাকের আগাম বার্তা!

বরিশালটাইমস রিপোর্ট
২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

ধরুন, কয়েকঘণ্টা পর আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, সেটা অনেকক্ষণ আগেই আপনার ডাক্তারকে জানিয়ে দেয়া হলো। সেটা দেখে চিকিৎসকরা প্রতিরোধ করার জন্য আগাম ব্যবস্থা নেয়া শুরু করলো। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও এটাই এখন বাস্তবে পরিণত হয়েছে।

এবার হার্ট অ্যাটাকের আগাম বার্তা দেবে সফটওয়্যার! বিষয়টি অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর এরকম একটি সফটওয়্যারের অনুমোদন দিয়েছে, যেটি হৃদপিণ্ড বা ফুসফুসের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে আগাম সতর্ক বার্তা দিতে পারবে।

প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতাল এই ব্যবস্থা চালু করেছে। আপাতত সফটওয়্যারটি শুধুমাত্র নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যবহার করা সম্ভব। তবে সফটওয়ারের নির্মাতারা সবার উপযোগী করে এটি বানানোর চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেল মেডিকেল সার্ভিসের বানানো ‘ওয়েব ক্লিনিকাল প্ল্যাটফরম’নামক এই সফটওয়্যারটি আসলে একটি কম্পিউটার প্রোগ্রাম যা একজন রোগীর শারীরিক লক্ষণ যাচাই বাচাই করে হার্টঅ্যাটাকের শিকার হওয়ার অন্তত ছয় ঘণ্টা আগে সংকেত দিতে পারে। ফলে চিকিৎসক ও সেবিকারা অতি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।

সংস্থাটির মহাব্যবস্থাপক ল্যান্স বার্টন জানান, রোগীদের নজরদারিতে রাখা হলেও চিকিৎসক বা নার্সরা তখনি সেবা দিতে পারেন, যখন কেউ ভয়াবহ কোন ঘটনার শিকার হন। আগে তাদের সেটি বুঝতে পারা সম্ভব নয়।’

এই  সফটওয়্যারটি মৃত্যুর আগাম সংবাদ দেবে

এই সফটওয়্যারটি ব্যবহারের জন্য  আলাদা বিশেষ কোন যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। হাসপাতালে প্রচলিত নজরদারি ব্যবস্থাগুলো ব্যবহার করেই নতুন এই প্রযুক্তি কাজ করবে। ভিসেনশিয়া সেফটি ইনডেক্স নামক একটি এলগারিদমের মাধ্যমে এটি কাজ করবে। এই এলগারিদম রোগীর বিভিন্ন তথ্য যাচাই-বাছাই এবং শারীরিক অবস্থা, ধরন পর্যালোচনা করবে, যা মানুষের সাধারণ চোখে ধরা পড়ে না।

সফটওয়্যারটি হার্ট বিট, ফুসফুসের শ্বাস নেয়ার ধরন, রক্তের চাপ, শরীরের তাপমাত্রা আর অক্সিজেনের মাত্রা যাচাই করবে। এসব তথ্য স্বাস্থ্যকর্মীরা তাদের ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে দেখতে পারবেন। ফলে দূরে থেকে ও রোগীর উপর নজরদারি করা সম্ভব হবে।

এই ওয়েব সফটওয়্যার নির্মাতারা এটি ব্যবহার করে চলতি বছরেই আড়াই লাখ মানুষের মৃত্যু ঠেকানোর পরিকল্পনা করেছেন। হৃদপিণ্ড বা ফুসফুসের বাইরে অন্যান্য রোগও যাতে এটির মাধ্যমে সনাক্ত করা যায়, সেই চেষ্টাও করছেন নির্মাতারা।

তবে এর মাধ্যমে সব রোগীকেই যে বাঁচানো যাবে, সেই আশা করছেন না বিজ্ঞানীরা। তারা এখন শুধুমাত্র সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করে মৃত্যুর হার কমিয়ে আনতে চাইছেন। সূত্র: বিবিসি

বিশেষ খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির