সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার চেক পেল ১৮ জন নারী- পুরুষ
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি; পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সমাজ কল্যান মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর থেকে ১৮ জন নারী-পুরুষ রোগী পেল ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজ সেবা কর্তৃক পরিচালিত ক্যানসার ,কিডনি, লিভার সিরোসিস,স্টোকপ্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যলাসেমিয়ায় আক্রান্ত ১৮ জন নারী- পুরুষ রোগীকে ৫০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকতা মোঃ সফিকুল আলম এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর-৩,(মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ রুস্তুম আলী ফরাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাঃ ফেরদৌস ইসলাম,থানা অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার, ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজের সহকারি অধ্যাপক মোতালেব হোসেন,সহকারি অধ্যাপক রামীম,প্রভাষক ফারুক হোসেন, জাতীয় পার্টির সাধারন সম্দাদক, রফিকুল ইসলাম টুকু,সহ- সভাপতি ফজলুল হক, গনমাধ্যমকর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসংগত,সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী অতি সম্প্রতি সমাজ কল্যান মন্ত্রনালয় ডিও লেটার দিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ২’শ রোগীদের অনুকূলে আর্থিক সহায়তার জন্য এক কোটি টাকা বরাদ্দ করান।ওই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে রোগীদের নামে বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।
পিরোজপুর, বিভাগের খবর