বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০১৮
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা গত বছরের ডিসেম্বরে তার প্রেমিক ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করেছেন।
একই পথেই হাঁটছেন সোনাম কাপুর এবং দীপিকা পাড়ুকোন। তারাও তাদের নিজ নিজ প্রেমিককে চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, সোনাম ও আনন্দ আহুজার বিয়ে করবেন লন্ডনে। এদিকে বিদেশের কোনো এক সমুদ্রসৈকতেই নাকি বিয়ে করবেন বলিউডের হট জুটি দীপিকা-রণবীর সিং।
ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়, রণবীর এবং দীপিকা এই বছর সত্যিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন! বিদেশের এক সমুদ্রসৈকতেই বিয়ে করবেন দীপিকা-রণবীর। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে সাথে নিয়ে ঘটা করেই বিয়েটা সারবেন তারা ৷
দীপিকা এবং রণবীর শেষবার ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করেছেন। যা প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় এবং এখনো ছবিটি প্রেক্ষাগৃহে চলছে।