ঘণ্টা আগের আপডেট রাত ১:৩৩ ; রবিবার ; অক্টোবর ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সরকারি চাল আশা জাগিয়েছে: শিল্পমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

ঝালকাঠি: মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।’

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘আজ বঙ্গবন্ধু নেই, তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। ১০ টাকা কেজি দরে সাধারণ মানুষ আজ চাল কিনে খেতে পারছে, এটাও প্রধানমন্ত্রীর অবদান।’

নেতা-কর্মীদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগকে যুদ্ধ ঘোষণা করতে হবে।

‘যারা মাদক বিক্রি ও সেবন করে, তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। একটি আন্তর্জাতিক শক্তি মাদক দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে নতুন প্রজন্ম বিপদগামী হয়ে ধ্বংসের পথে যায়। এ সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।’

সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর।

এর আগে বেলা ১১টায় শিল্পমন্ত্রী ৭৮ লাখ টাকা ব্যয়ে মানপাশা-শিমুলতলা-কুলকাঠি সড়কের এক কিলোমিটার কার্পেটিং কাজের উদ্বোধন করেন। শিমুলতলা এলাকায় ভিত্তি ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন শিল্পমন্ত্রী।

 

খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালসহ ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস  চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত  মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম  বিএম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বসবাস: পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত  কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা   কলাপাড়ায় গ্রামীণ কিশোরীদের সেলাই প্রশিক্ষণ  ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ  সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ  গণমাধ্যমে ভিসা নীতি নিয়ে পিটার হাসের বক্তব্য : ১৯০ বিশিষ্ট নাগরিকের নিন্দা  গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: পিটার হাস