সরকারি বইভর্তি পিকআপ জনতার হাতে আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নান্দাইলে সরকারি পাঠ্যবই, খাতাপত্র বিক্রির সময় পিকআপসহ আটক করেছে জনতা। এগুলো আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২১, ’২২ ও ’২৩ শিক্ষাবর্ষের। অভিযোগ রয়েছে, এসব বিক্রির সঙ্গে প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক নাজিমুদ্দিন জড়িত। উপজেলা প্রশাসন বইগুলো জব্দ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বইভর্তি পিকআপ বিদ্যালয় থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সহায়তায় আটক করেন ইউনিয়ন আনসার কমান্ডার কাজিমুদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চরবেতাগৈর ইউপির সামনে খোলা জায়গায় বইভর্তি পিকআপটি আটকে রাখা হয়েছে। কয়েকজন গ্রাম পুলিশ পিকআপটি পাহারা দিচ্ছে।
এলাকাবাসী জানান, পিকআপটি বিদ্যালয় থেকে বের হওয়ার পর ইউনিয়ন আনসার বাহিনীর কমান্ডার কাজিমুদ্দিনের নজরে পড়ে। স্থানীয়দের প্রশ্ন, বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয় ছুটি ছিল। ছুটির দিনে কী করে এত বই বিক্রি করা হচ্ছিল! এক পর্যায়ে সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের বিচার চেয়ে বিক্ষোভ করেন তারা।
তবে প্রধান শিক্ষকের ভাষ্য, গত ১৫ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভায় পুরোনো বইগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিচালনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী জানান, বই বিক্রির কোনো সিদ্ধান্ত হয়নি। কমিটির অভিভাবক প্রতিনিধি আল আমীন মণ্ডল বলেন, বই বিক্রির সিদ্ধান্ত তো দূরের কথা; সভায় এ সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি।
দেশের খবর