সরকারি হাসপাতালের কাজে ফাঁকি: ব্যক্তিগত ক্লিনিকে ব্যস্ত চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে প্রমাণ মিলল, সরকারি ডিউটি রেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন। এর ফলে সরকারি চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তি ও বিড়ম্বনায়। ওইসব চিকিৎসকের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের অভিযানকারী টিম কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট মঙ্গলবার কমিশনে আসা চারটি অভিযোগের বিষয়ে অভিযান চালায়। এর মধ্যে তিনটি অভিযানের প্রাপ্ত সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরে চিঠির মাধ্যমে প্রেরণ করা হয়েছে।দুদকের পক্ষ থেকে পাঠানো তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও অন্যদের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা এবং রোগীদের চিকিৎসাসেবা না দিয়ে ব্যক্তিগত ক্লিনিকে চেম্বার করার বিষয়ে দুদক হটলাইন-১০৬-এ অভিযোগ আসে।
এর ভিত্তিতে দুদকের বরিশাল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম সকাল ৯টার সময় অভিযোগে বর্ণিত মেডিসিন ও নিউরোলজি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসককে তার কক্ষ, ক্লাসরুম বা ওয়ার্ডে কোথাও পায়নি। ওই সময় তার কক্ষটি তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য হাসপাতালের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীনের দপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। টিম বায়োমেট্রিক হাজিরা বুথ পর্যবেক্ষণ করে দেখতে পায়, অধিকাংশ (ন্যূনতম ১৫ জন) চিকিৎসক প্রায় দেড় ঘণ্টা বিলম্বে বায়োমেট্রিক হাজিরা দেন।
এনফোর্সমেন্ট টিম অধ্যক্ষকে মোবাইল ফোনে অভিযানের বিষয়টি জানালে তিনি দপ্তরে এসে হাজির হন। কিন্তু চিকিৎসকদের উপস্থিতি সংক্রান্ত বায়োমেট্রিক হাজিরার তথ্য দিতে তিনি গড়িমসি করেন। এমনকি টিমকে এ সংক্রান্ত তথ্য দিতে তিনি অস্বীকৃতিও জানান।
এদিকে অভিযোগ সংশ্লিষ্ট চিকিৎসককে সকাল ১০টায় ফোন করেও পাওয়া যায়নি। তার অনুপস্থিতির বিষয়ে অধ্যক্ষও কোনো জবাব দিতে পারেননি। অভিযানের সময় ওই হাসপাতালের মেডিসিন ও অর্থোপেডিক্স বিভাগে গিয়ে দুই-একজন ইন্টার্নি চিকিৎসক ছাড়া অন্য কোনো চিকিৎসকের উপস্থিতি পাওয়া যায়নি।
অভিযানকালে সেবাপ্রত্যাশী রোগী, ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা দুদক টিমের কাছে হাসপাতালে চিকিৎসক না থাকা ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ করেন। তারা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এর প্রতিকার চান।
শিরোনামবরিশালের খবর