সাংবাদিকদের সঙ্গে লালমোহনের নবাগত ইউএনওর মতবিনিময়
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন ইউএনও অনামিকা নজরুল।
এসময় লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সহ-সভাপতি আমজাদ হোসেন, এনামুল হক রিংকু, সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা