সাংবাদিক অপু রয়ের মৃত্যুতে নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক
খবর বিজ্ঞপ্তি:: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কীর্তনখোলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বরিশাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অপু রয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল’।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ও দৈনিক নয়া শতাব্দী বরিশাল ব্যুরো চিফ হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব সাংবাদিকের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাঁরা বলেন, অপু রয় একজন নির্লোভ, সৎ এবং সাহসী সাংবাদিক ছিলেন। তিনি লেখনির মাধ্যমে সমাজের নানা শ্রেণির অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা যেন সত্যিকারের একজন কলমযোদ্ধাকে হারিয়েছি।
নেতৃবৃন্দ সাংবাদিক অপু রয়ের আত্মার শান্তি কামনা করেছেন।
এর আগে সোমবার বেলা ১২টার দিকে অপু রয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’
গণমাধ্যম, বরিশালের খবর