সাংবাদিক আলী জসিমের একমাত্র পুত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং আরটিভির বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিমের একমাত্র ছেলে মুসাব্বির খান জারিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৯ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জারিফ। ভারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। তিনদিন পূর্বে মাদারীপুরে বেড়াতে গিয়ে সেখানে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে সোমবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার জোহরবাদ নগরীর সদর রোড বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
সাংবাদিক নেতার পুত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খন্দকার রাকিব।
গণমাধ্যম, বরিশালের খবর