নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তাওহীদ। মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ শোক জানান।
সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটির কার্যনিবার্হী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার বলেন, দেশের খ্যাতিমান এমন একজন সাংবাদিকের অসময়ে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। মিজানুর রহমান খান ছিলেন আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একজন কৃতিসন্তান। আমরা দক্ষিণাঞ্চলবাসী তাকে নিয়ে সবসময় গর্ব করতাম। তিনি চিরদিন আমাদের মাঝে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবেন।
সাংবাদিক মিজানুর রহমান খান করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।’
ঝালকাঠির খবর, বিভাগের খবর