৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাংবাদিক মীর মনিরুজ্জামান আর নেই, বরিশাল মিডিয়াপাড়ায় শোক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৬ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মীর মনিরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য তাকে সড়ক পথে রাজধানীতে নেওয়ার প্রাক্কালে মাদারীপুরের ভাঙা এলাকায় শুক্রবার বিকেল সোয়া ৪টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার তিনি শীতলাখোলা নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই বাংলা মেডিকেল  কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে থাকার পরে অবস্থার অবনতি হলে ঢাকায়  নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।’’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক মীর মনিরুজ্জামান বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক বরিশালের কথা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও তিনি ‘দৈনিক সত্য সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক, বরিশাল রিপোর্টার্স ইউিনিটির সাবেক সভাপতি, দৈনিক আজকের কাগজের বরিশাল প্রতিনিধি ও এমএমসির জেলা প্রতিনিধি ছিলেন।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম মাসুক কামাল বরিশালটাইমসকে মীর মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাংবাদিকে আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদ কামরুল আহসান প্রমুখ।

67 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন