বরিশাল: বরিশালের সাংস্কৃতিকজন ও বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা তিমির দত্ত আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় রাজধানী ঢাকার বাসাবো আহম্মদবাগ’র বাসায় উচ্চ-রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হন তিনি। এরপর রোববার সকাল সাড়ে ৫ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।’
পারিবারিক সূত্রে জানাগেছে, রোববার সকাল ১০টায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তিমির দত্তকে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট সাংবাদিক মহল ও রাষ্ট্রিয় মর্যাদায় শেষ শ্রদ্ধা। এরপর বরিশাল নগরীর নিজ বাস ভবন “দত্ত ভবন” এ পাঠানো হবে।
১৯৫০ সালের ১৫ মে তিমির দত্ত বরিশাল নগরীর দত্ত পরিবারে জন্ম গ্রহন করেণ। পিতা অ্যাডভোকেট শহীদ জিতেন্দ্র লাল দত্ত ও মাতা সোভা রানী দত্ত। ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ অনার্স (হিসাব বিজ্ঞান), এমএ (বাংলা) পাশ করেণ।’
মুক্তিযোদ্ধা তিমির দত্ত-এর বড় ভাই মিহির দত্ত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পেটে গুলিবিদ্ধ হয় ও মেঝ ভাই সমির দত্ত আহত হন। পিতা জিতেন্দ্র লাল দত্ত, সেজ ভাই সুবীর দত্ত পান্থ মুক্তিযুদ্ধে শহীদ হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন বরিশাল বিভাগের নৃত্যগুরু ও একজন তবলা বাদক।’
সাংবাদিক তিমির দত্তের বর্ণাঢ্য জীবনে তিনি বরিশাল থেকে প্রকাশিত “সাপ্তাহিক চিরন্তন বাংলা” জাতীয় পত্রিকা দৈনিক খবর, দৈনিক মশাল, দৈনিক সমকাল, নিউজ এজেন্সী আইএনবি, জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-এর মিডিয়া বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।’
এছাড়াও বরিশালে সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক পরিচিতি রয়েছে। মৃত্যুকালে সাংবাদিক তিমির দত্ত স্ত্রী কল্পনা দত্ত, ত্রুত্র যুবরাজ দত্ত ও কন্যা মন্দিরা দত্তসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর