৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাংবাদিক লিটন বাশারের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ২৮ জুন ২০১৭

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান, দৈনিক দখিনের মুখের সম্পাদক সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল ও সাধারণ সম্পাদক মিন্টু কুমার করসহ সমন্বয় পরিষদের নেতবৃন্দ লিটন বাশারের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরত কামনা করেছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশালের সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, দিপ্তী রানী ঘোষ, পঙ্কজ ঘোষ, চন্দ্র শেখর বাবুল প্রমুখ।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন