দৈনিক ইত্তেফাক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির আর নেই। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টা ১৫ মিনিটে ঢাকা মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাবুগঞ্জসহ বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
সোমবার সকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ও পরে চাদঁপাশা নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর