ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৭ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সাংসদ পঙ্কজ দেবনাথের দুর্নীতির নথি প্রধানমন্ত্রীর হাতে!

বরিশালটাইমস রিপোর্ট
১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ ৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ আ’লীগ ক্ষমতার আমলে কত কোটির টাকার মালিক হয়েছেন তা নিয়ে প্রায়শই কানাঘুষা শোনা যায়। এমনকি স্থানীয় রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে তার সন্ত্রাসের বিষয়টিও কারও অজানা নয়। কিন্তু এই বিষয়টি বিগত সময়ে কেউ আলোচনায় নিয়ে আসা বা শীর্ষ নেতাদের অবহিত করার সাহস পায়নি।

অথচ এবারে বরিশালে প্রধানমন্ত্রী আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে পঙ্কজ দেবনাথের দুর্নীতি ও সন্ত্রাসের গোপননথি তুলে ধরে জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার বরিশালে প্রধানমন্ত্রী অবস্থানের পরপরই সাংসদ পঙ্কজ বিরোধী লিফলেটে ছেয়ে যায়। এমনকি ওই লিফলেট শীর্ষ নেতাদের হাতেও পৌছে দেয়া হয়। নিশ্চিত হওয়া গেছে লিফলেটের বিষয়টি শীর্ষ এক নেতার কাছ থেকে প্রধানমন্ত্রী শুনেছেন।

কিন্তু এই বিষয়ে কোন মন্তব্য করেননি। ওই লিফলেটের কপি পত্রিকা অফিসগুলোতেও পাঠিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখা ওই খোলা চিঠিতে সংগঠনবিরোধী ও নির্বাচনী এলাকায় ধারাবাহিক সন্ত্রাসের বিষয়টি তুলে ধরা হয়।

বলা হয়েছে ২০১৭ সালে মেহেন্দিগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন নৈশপ্রহরী নিয়োগ দেয়ার নামে জনপ্রতি ৫ থেকে ৭ লাখ টাকা করে নিয়েছেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার নামেও ১৫ থেকে ২০ লাখ টাকা করে হাতিয়েছেন। পাশাপাশি সরকারী উন্নয়নমুলক কাজের ওপরেও নিয়ে নিচ্ছেন একটি নির্ধারিত কমিশন। সেই সাথে খাস জমি বরাদ্দের নামেও চলছে বাণিজ্য। তার এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যক্তি বিশেষ মুখ খুললে শিকার হতে হামলা মামলার। প্রতিপক্ষ রাজনৈতিককে কোণঠাসা করে রাখতে এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী।

কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই এই বাহিনীর হামলা মামলার শিকার হচ্ছেন। মূলত পঙ্কজ দেবনাথের এইসব গোপন বিষয়াদি আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতেই এই খোলা চিঠি ছড়িয়ে দেয়া হচ্ছে।

সেই সাথে ওই চিঠিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের শাস্তিও কামনা করা হচ্ছে। এই বিষয়ে জানতে পঙ্কজ দেবনাথের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির