সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে তৎপর থাকার পরামর্শ দিয়েছেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। তিনি বলেন- দেশ তথ্য প্রযুক্তিতে যেমন এগিয়েছে, তেমনি মানুষ এর সুফলও ভোগ করছেন।
সেই সাথে মানুষ প্রতারণারও শিকার হচ্ছে। সুতরাং মানুষ যাতে প্রতারিত না হয় সেদিকে সবাইকে প্রশাসনকে নজর দিতে হবে।’’
না হলে সাইবার ক্রাইম একটা সময়ে সমাজকে বিপদে ঠেলে দেবে বলে মন্তব্য করেন জেবুন্নেছা।
রোববার (১২ মার্চ) বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’’
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বরিশাল কর অঞ্চল প্রধান মো. জাহিদ হাসান, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মেজর ড. সিরাজুল ইসলাম উকিল, বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অ্যাডভোটেক এসএম ইকবাল প্রমুখ।’’
মন্ত্রী পরিষদ বিভাগ ও একসেস টু ইন ফরমেনশন (এটুআই) প্রোগ্রাম প্রধান মন্ত্রী কার্যলয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি উদ্ভাবনী মেলার আযোজন করা হয়।
মেলায় ৪ টি প্যাভিলিয়নসহ ৭৫টি স্টলে বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন জেলা উপজেলা আসা সরকারি-বেসরকারি, ব্যক্তি মালিকানাসহ তরুণ উদ্ভাবকরা অংশ নেয়।
বরিশালের খবর