সাকুরা-গ্রীনলাইন-শ্যামলীসহ ৬ পরিবহনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অতিরিক্ত ভাড়া আদায়সহ নানান অভিযোগের প্রেক্ষিতে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের ৬টি বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ে নেতৃত্বাধীন আদালত এই জরিমানা করেন। পাশাপাশি সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের একটি সূত্র এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে।
সূত্রটি জানায়, নথুল্লাবাদের বাস টার্মিনালের কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে ভাড়ার মূল্য তালিকা না থাকাসহ তেলের দাম কমার পরও আগের ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করায় ৬টি কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ইলিশ পরিবহন, হাওলাদার পরিবহন, গ্রীন লাইন পরিবহন, সাকুরা পরিবহন, শ্যামলী পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনসহ প্রত্যেক কাউন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বরিশালটাইমসকে বলেন, সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। অভিযানে বিআরটিএ’র পরিদর্শক ইকবাল মাহামুদ এবং র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব ৮) একটি টিম।’
বরিশালের খবর, বিভাগের খবর