৭ ঘণ্টা আগের আপডেট সকাল ৮:৪২ ; সোমবার ; জুন ২৭, ২০২২
EN Download App
Youtube google+ twitter facebook
×

সাদিকের মনোনয়ন লাভে বরিশালে ছাত্রলীগের আনন্দ মিছিল

বরিশাল টাইমস রিপোর্ট
১২:১৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

শুক্রবার সন্ধ্যায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণার পর নগরীতে দফায় দফায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বরিশালে ২০০৮ সালে মেয়র হয়ে নগরীর চেহারা পাল্টে দেয়া শওকত হোসেন হীরনের মৃত্যুর পর এই নগরীতে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট চলছিল। ২০১৪ সালে হীরনের প্রয়াণের পর থেকেই এই শূন্যতা পূরণের চেষ্টা করে আসছেন সাদিক।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সাদিকের। তার বাবা আবুল হাসনাত আবদুল্লাহ ও শেখ হাসিনা সম্পর্কে মামাত ও ফুপাত ভাই বোন। আর দলীয় সভাপতির স্বজন বিবেচনায় সাদিকের আলাদা একটি অবস্থান আছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।

তবে বরিশালে সাদিক ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক শামীম, কৃষক লীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন মোহন এবং যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুনও মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে সাদিককেই বেশি যোগ্য মনে হয়েছে।

সাদিক ঢাকাটাইমসকে বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করছি, কাজ করব। নগরীর উন্নয়ন করাই মূল লক্ষ্য আমার।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাট্যজন সৈয়দ দুলাল বলেন, ‘আমরা চাই সাদিক আব্দুল্লাহ বিজয়ী হোক। বরিশাল নগরীর উন্নয়নের জন্য তরুণ নেতৃত্ব দরকার। তাই সেই অবস্থায় সাদিক আব্দুল্লাহর বিকল্প নেই বরিশালে। তিনি ভালো সংগঠক হিসেবেও পরিচিত হয়েছেন ইতিমধ্যে।’

মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘নগরীর উন্নয়নের জন্য সাদিক আব্দুল্লাহর বিকল্প নেই। সাদিক আব্দুল্লাহকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরা। এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব আমরা’

জেলা আওয়ামী লীগ নেতা কাজী আবুল কালাম আজাদ বলেন, ‘সাদিক আব্দুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। সুন্দর করে সাজাবেন বরিশাল সিটিকেও।’

জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘শওকত হোসেন হিরণের মৃত্যুর পর মহানগর আওয়ামী লীগের কোনো কা-ারী ছিলেন না। সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের হাল ধরেছেন। এতে নতুন বেগে চলা শুরু করেছে আওয়ামী লীগ। সাদিক ভাই বিজয়ী হলে বরিশালের অকল্পনীয় উন্নয়ন হবে।’

জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিম জানান, ‘সাদিক আব্দুল্লাহ বিজয়ী হবেন ইনশাল্লাহ। আর এই বিজয় হবে নগরবাসীর। কেন না বিএনপির আমলে বরিশালের কোনো উন্নয়ন হয়নি। যা হওয়ার আওয়ামী লীগের আমলেই হয়েছে।’

মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম বলেন, ‘জনগণ সাদিক ভাইকে পছন্দ করেন। আর পছন্দ করা থেকেই সাদিক আব্দুল্লাহ জয়ী হয়ে জনগণের সেবা করবেন।’

নির্বাচন ‍এক্সপ্রেস, বরিশালের খবর

 

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশাল-ঢাকা নৌরুট: পদ্মাসেতু চালুর প্রথম দিনেই কমে গেছে লঞ্চযাত্রী  পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সেই ২ যুবকের মৃত্যু  পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২  সোমবার ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ  ঝালকাঠি/ মা-বাবার সামনে নদীতে পড়ে শিশু নিখোঁজ  বিআরটিসি বাসের ধাক্কায় ভাঙল পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার  প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ ১৯ হাজার টাকা টোল আদায়  বরিশাল থেকে পদ্মাসেতু হয়ে সাড়ে ৩ ঘণ্টায় রাজধানীতে  আগামীকাল থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই জরিমানা  তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার