সাবেক এমপি মনি’র ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি আর নেই
রাহাদ সুমন,বিশেষ প্র্রতিনিধি ॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি’র মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি মীর্জা (৬৯) আর নেই। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকার মিলিনিয়াম ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না….রাজিউন)।
তিনি ১ মাস ৯ দিন লাইফ সাপোর্টে ছিলেন। ১৫ বছর ধরে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে বাবা-মায়ের কবরে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্র্রখ্যাত বাম নেতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের তিন ছেলে মো. মনিরুল ইসলাম মনি, মো. মাইদুল ইসলাম চুনি ও মো. জাহিদুল ইসলাম জামি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিভাগের খবর