বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ১৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি ব্রজমোহন কলেজের সাবেক ভিপি মশিউর আলম সেন্টুর আজ মঙ্গলবার (১৬ জুলাই) ১৬ তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৬ জুলাই ভোর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্রসফায়ারে পত্রিশোর্ধ্ব এই ছাত্রনেতা মারা গেছেন। শহরের কাউনিয়া এলাকার বাসিন্দা সেন্টু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিও ছিলেন।
ছাত্রদল নেতার মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে তখন নিন্দা-প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল। অবশ্য র্যাবের দাবি ছিল, ‘‘এলাকার তলিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেন্টুর বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা আছে।”
সাবেক এই ছাত্রনেতাকে স্মরণ করাসহ তার রুহের মাগফিরাত কামনা দোয়া মোনাজাতের আয়োজন করেছে বরিশাল মহানগর ছাত্রদল। সোমবার রাতে বরিশাল মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার বাদ আসর বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ রেখেছেন মি. কবির।’
আরও পড়ুন
র্যাবের ‘ক্রসফায়ারে’ বরিশাল ছাত্রদল সভাপতি সেন্টু নিহত