৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

সাবেক পরিচালকের দুর্নীতি তদন্তে শেবাচিমে তদন্ত কমিটি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০১ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০১৭

ঈদুল আজহার ৩ দিনের সরকারি ছুটিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৪০ জন রোগীর মৃত্যু এবং হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুটি অভিযোগের বিষয়ে তদন্তে শেবাচিম হাসপাতালে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল।

বেলা সোয়া ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন এবং হাসপাতাল ভবন সংস্কার করা স্থানগুলো ঘুরে দেখেন। তদন্ত দলের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (স্বাস্থ্যসেবা) মো. মশিউর রহমান।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন- ঈদুল আজহার ৩ দিনের সরকারি ছুটি চলাকালে শেবাচিমে ৪০ রোগীর মৃত্যু হয়।

এছাড়া হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সদস্যের একটি দল অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন এবং হাসপাতাল ভবন সংস্কার করা স্থানগুলো ঘুরে দেখেন।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৩ সেপ্টেম্বর সরকারি ছুটিকালীন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ৪০ রোগীর মৃত্যু হয়।

৪০ রোগীর মৃত্যুর ঘটনা অস্বাভাবিক মনে হওয়ায় ওই তিনদিন চিকিৎসাসেবায় গাফিলতি ছিল না কিনা তা তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া চলতি অর্থ বছরে গণপূর্ত বিভাগ ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাসপাতাল ভবনে রঙ করা এবং ড্রেন নির্মাণ। অভিযোগ রয়েছে ওই কাজে সংশ্লিষ্ট ঠিকাদার ব্যাপক অনিয়ম করেছেন।

এমনকি কাজ না করে কাগজ-কলমে কাজ দেখানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে হাসপাতালের সদ্য অবসরে যাওয়া পরিচালক ডা. এস.এম সিরাজুল ইসলাম ওই কাজ নিয়ে সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার বিল উত্তোলন করে নিয়ে যান।

বিল প্রদানে ঠিকাদারের সঙ্গে সাবেক পরিচালকের যোগসাজশ থাকার অভিযোগ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল।’

 

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন