বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:২৯ পূর্বাহ্ণ, ১৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।
শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।