রাজাপুর: ঝালকাঠির রাজাপুরের কেওতা গ্রামের সাবেক সেনা সদস্য ব্যবসায়ী আঃ কুদ্দুস হাওলাদার ও তার ছেলে মাসুদুর রহমানকে রড দিয়ে পিটিয়ে আহত করে দু’জনের কাছ থেকে ১১ হাজার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সকালে সাবেক সেনা সদস্য কুদ্দুস বাদি হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক সেনা সদস্য কুদ্দুস গত ৩১ শে আগষ্ট দুপুরের বাড়ি পথে কেওতা নছির মোড় এলাকায় ওত পেতে থাকা একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিদ্দিক সিকদার ও হুমায়ুন সিকদার পথরোধ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কুদ্দুস হাওলাদার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাকে মারধর করলে তার চিৎকারে তার ছেলে মাসুদুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে পকেটে থাকা ১০ হাজার ৩ শত টাকা ও সাবেক সেনা সদস্য কুদ্দুস হাওলাদারের পকেটে থাকা ৭ শত টাকা ছিনিয়ে নেয় এবং তাদের ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে মতামতের জন্য অভিযুক্ত সিদ্দিক সিকদারের মোবাইলে কল দিলে তার মোবাইল (০১৭১৮০৫০৭১৮) বন্ধ পাওয়া গেছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর