প্রশাসনের আশ্বাসে সাড়ে সাত ঘণ্টা পর বরিশালের ৭ রুটে বাস চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাড়ে ৭ ঘণ্টা পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে এই বাস টার্মিনাল থেকে ৭ রুটে বাস চলাচল শুরু হয়।
এর আগে সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে মালিক সমিতির নেতৃবৃন্দ। চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, চরকাউয়া থেকে ৭টি রুটে বছরের পর বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসছে আমাদের মালিক সমিতির আওতায় থাকা বাসগুলো।
কিন্তু সম্প্রতি এসব রুটে প্রায় ৪ শত মোটরসাইকেল, কয়েক শত, ভ্যান, অটোরিক্সাসহ অবৈধ নানান ধরনের যানবাহন যাত্রী পারাপার করছে। এতে করে আমাদের বাসগুলোতে দিনে দিনে যাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এক কথায় বর্তমানে কোন বাসেই যাত্রী হচ্ছে না।
তার ওপর গোমা ফেরিঘাটে বাসপ্রতি জুলুম করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আপডাউনে একশত টাকার ভাড়া ৪৪০ টাকা রাখছে। এতে করে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মালিকদের। এ অবস্থায় বাস চালনা করা সম্ভব না হওয়ায় আজ সকাল ১০টা থেকে ৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
তিনি বলেন, পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে মালিক ও শ্রমিকদের মাঝে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে ৫ টা থেকে বাস চলাচল শুরু করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি।
তাদের নিয়ে আগামীকাল জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হবে। সেখান থেকে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিবো। তার আগে যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস চালনা করার আহবান জানানো হয়েছে বাস মালিকদের। তারা তাৎক্ষনিক বিষয়টি মেনে নিয়ে বাস চলাচল শুরু করেছে।
বরিশালের খবর, বিভাগের খবর