১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সিনেট নির্বাচনকে ঘিরে পটুয়াখালীতে ভোটকেন্দ্রে ক্ষমতাসীনদের হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১২ অপরাহ্ণ, ০৬ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে পটুয়াখালীতে ভোট গ্রহণের সময় বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনী কাম্পে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পের থাকা চেয়ার টেবিলসহ নির্বাচনী প্রচারপত্র ও ব্যানার নিয়ে যাওয়া হয়েছে। এসময় মারধর করা হয় জেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজনকে।

শনিবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারী কলেজে এ ঘটনা ঘটে।

হামলার শিকার জেলা ছাত্রদলের সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব জানান, নির্বাচন চলাকলীন ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনী কাম্পে হামলা চালায়। এসময় হামলাকারীরা বিএনপির সমর্থক মো. আফজাল উকিলকে (৫৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

আহত করা হয় রুবেল ও রাকিব নামে দুই ছাত্রদলের কর্মীরকে। উদ্বুদ্ধ পরিস্থিতি দেখে উপস্থিত পুলিশের পিকআপে আশ্রয় নেয় জেলা ছাত্রদলের সভাপতি বিপ্লব গাজী। এ সময় ক্যাম্পের থাকা চেয়ার টেবিলসহ নির্বাচনী প্রচারপত্র ও ব্যানার নিয়ে যায় হামলাকারীরা।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন জানান, আজকের হামলার ঘটনায় আমরা বিভ্রত হয়েছি। এটা আশা করিনি।

তবে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার হামলার ঘটনা অস্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতিতে আমি ঘটনাস্থলে ছিলাম। কিছুক্ষণ পরে দেখি পটুয়াখালী জেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের সাথে সংর্ঘষ বাধে। এতে ছাত্রলীগের কি দোষ।

পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়দেব সজ্জন জানান, আমার কাছে তারা ভেনু চেয়েছে। আমি সেই টুকু সহযোগিতা করেছি। হামলার ঘটনা ক্যাম্পাসের বাহিরে হয়েছে। আমি ঘটনা শুনে পুলিশকে অবহিত করেছি মাত্র । এরপরে আমি কিছু জানিনা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তা কলেজের বাহিরে। পুলিশের উপস্থিতিতে কোন প্রকার ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে।’

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন