বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৬
মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক মোছা. বেগম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন।
সম্প্রতি বরিশালে রবির গ্রাহক সেবা কেন্দ্রে বেগমকে এ চেক তুলে দেন অপারেটরটির বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহজালাল।
সোমবার (২৪ অক্টোবর) রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জনানো হয়, বেগম বরিশাল বিভাগের বরগুনা জেলার কুমারখালী গ্রামের বাসিন্দা। তার নিজের কোন বসতভিটা নেই। এ টাকা দিয়ে জমি কিনে ঘর বানাবেন বলে জানান বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে রবি সেবার সেন্টার ম্যানেজার মো. মিজানুল আহসান খান, বরিশালের এসএমই বিজনেস ম্যানেজার আসিফ বিন মুজিব এবং বরিশাল অঞ্চলের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের মো. রেজওয়ান চৌধুরি।
বিজ্ঞপ্তিতে আরও জনানো হয়, গ্রাহকদের বায়োমেট্রিক সিম নিবন্ধনে উৎসাহিত করতে রবি গত ১৬ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সিম নিবন্ধনে ১০ লাখ টাকা পুরস্কারসহ অন্যান্য সুবিধার অফার ঘোষনা করে।