১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশি বাধা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:১৫ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেট নগরীতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে নগরীর আখালিয়া এলাকায় হাজারো ছাত্র-জনতা জড়ো হয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে নগরীর আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ও স্থানীয় জনতা জড়ো হয়। আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকেল ৪টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করতে দেখা যায় বলেও জানিয়েছেন ডেইলি স্টারের সংবাদদাতা। তবে, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন