সিলেটে বন্যার্তদের ১০ লাখ টাকা দিলেন সাদিক আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ালেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বন্যাকবলিতদের মাঝে বিতরণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছেন। সোমবার রাতে এই টাকা প্রাপ্তির কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন।
এক ভিডিওবার্তায় সাইদুল হক জানিয়েছেন- সিলেটে বন্যার্তদের সহযোগিতায় অর্থসংগ্রহ করা হচ্ছে। এই বিষয়টি কোনো এক মাধ্যম বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানতে পেরে তার সাথে যোগাযোগ করেন এবং বন্যার্তদের সহযোগিতায় নগদ ১০ লাখ টাকা পাঠিয়ে দেন।
সহায়তার হাত প্রসারিত করায় ভিডিওবার্তার শেষাংশে বরিশালের মেয়রের প্রশাংসা করেন সাইদুল হক। তিনি বলেন- বিপদের সময় মেয়র সাদিক আব্দুল্লাহ যে ভুমিকা রাখলেন তা আজীবন সিলেটের মানুষ মনে রাখবেন।’
শিরোনামবরিশালের খবর