৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

সিলেটে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৩ অপরাহ্ণ, ২৫ মার্চ ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে পুলিশসহ ৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু’টি বিস্ফোরিত হয়।

প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন- পুলিশ সদস্য আবু কায়সার, ছাত্রলীগ নেতা পাপ্পু এবং মাসুক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই বিস্ফোরণে আহত অন্তত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন