ভোলার মেঘনা নদীতে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে চলাচলকারী সি-ট্রাকের ধাক্কায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঠিকাদারের একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকার এক কর্মচারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ইলিশা তেমাথা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা তেমাথা ঘাটে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে চলাচলকারী সি-ট্রাক খিজির ৫ ধাক্কা দিলে পাউবো ঠিকাদারের নৌকাটি ডুবে যায়। এতে নৌকার কর্মচারী ইউছুফ (৪০) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাউবো ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, ভোলার মেঘনার পাড়ে ব্লক ফেলার কাজের মালামাল বহনের জন্য তেমাথা ঘাট এলাকায় তাদের একটি নৌকা নোঙর করা ছিল। আজ মঙ্গলবার দুপুরে সি-ট্রাকের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তবে নৌকায় তেমন কোনো মালামাল ছিল না বলে জানান তিনি। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।’