বরগুনা: সুন্দরবনের পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলিসহ জলদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮। রোববার সকাল সোয় ছয়টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকার পশুরতলা থেকে তাদের আটক করা হয়। আটক জলদস্যুরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কালিঞ্চি এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. শামসুর মোড়লের ছেলে মোঃ আব্দুর রহিম মোড়ল (৩৩) ও একই এলাকার মোঃ মমিন মোড়লের ছেলে মো. অজিয়ার রহমান (২৪)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- সাম্প্রতিক সময়ে জলদস্যু ‘জোনাব’ বাহিনী সুন্দরবন কেন্দ্রীক জেলেদের অপহরণ করে অত্যাচার ও নির্যাতন চালায়। এমন অভিযোগ র্যারেব কাছে আসার পর জোনাব বাহিনীর অবস্থান সনাক্তের ব্যাপারে র্যাব-৮ তার গোয়েন্দা কার্যক্রম আরো যোরদার করে।
এরপর রোববার ভোররাতে র্যাব-৮ এর একটি দল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর তীরে পশুরতলা খাল নামক স্থানে অভিযান চালায়। এসময় জলদস্যু জোনাব বাহিনীর সদস্যরা র্যারেব উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের উপর গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে জলদস্যুরা সুন্দরবনের গহীনে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে দুই জলদস্যু আটক করে।
পরে গুলি বিনিময়ের স্থানে তল্লাশী করে জলদস্যুদের ব্যবহৃত দুইটি বিদেশী তৈরি একনালা বন্দুক, একটি বিদেশী তৈরি দোনালা বন্দুক, একটি সাটারগান, একটি ওয়ান শুটারগান, বন্দুকের ১৬ রাউন্ড তাঁজা কার্তুজ ও ২৫ রাউন্ড ফায়ারকৃত কার্তুজের খোসা এবং দুইটি ছোট ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা