বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
সুন্দরবনে বরিশাল র্যাব সদস্যদের সঙ্গে বনদস্যু নুরু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ছোটকলাগাছি এলাকার পশুরতলা খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা গোলাগুলির একপর্যায়ে র্যাব সদস্যরা বাহিনী প্রধান নুরু ও তার বাহিনীর উপপ্রধান আব্বাসকে আটক করে।
এ সময় বন তল্লাশি করে দস্যুদের ব্যবহৃত চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।
র্যাব বরিশাল ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বরিশালটাইমসকে জানান- দস্যু দমনে র্যাব সদস্যরা গত রোববার সুন্দরবনে অভিযান শুরু করে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে র্যাবের একটি দল সুন্দরবনের পশুরতলা খালে পৌঁছালে বনের ভেতর দিয়ে দস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে নুরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও তার বাহিনীর উপ-প্রধান আব্বাসকে আটক করা হয়। এ সময় বন তল্লাশি করে দস্যুদের ব্যবহৃত চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।’’
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বাগেরহাটের সুন্দরবনের মৃগমারী এলাকায় র্যাব খুলনা ৬ এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামছুল হক ওরফে শামসু নিহত হয়।’’