সুন্দরবনের শরনখোলা রেঞ্জে বরিশাল র্যাবের একটি টিম অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ বিপুল সংখ্যক সদস্যকে আটকের খবর দিয়েছে। রোববার রাতে দিনভর অভিযান চালিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে বাগে আনতে র্যাব সক্ষম হয়েছে। রোববার বরিশাল র্যাবের সদর দপ্তরে ওইসব দস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করবে।
শনিবার রাত পৌঁনে ১১টার দিকে র্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবির মুঠোফোনে ক্ষুদে বার্তা বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে- এইসব জলদস্যুরা দীর্ঘদিন যাবত সুন্দরবনে অবস্থান নিয়ে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো। তাদের দমনে র্যাবের একাধিক টিম সেখানে কাজ করছিলো।
শনিবার তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সহযোগিতার প্রতিশ্র“তি দিলে রাজি হয় আত্মসমর্পণে। এর আগে একাধিকবার র্যাব দস্যুদের বুঝিয়ে শুনিয়ে অন্তত ৫ দফা আত্মসমর্পণে বাধ্য করেছিলো। সেই ধারাবাহিকতায় এবারও অভিযান চালিয়ে জলদস্যুদের বাগে নিয়ে আসা হয়। প্রতিটি সফল অভিযানে নেতৃত্ব দিয়েছেন চৌকশ কর্মকর্তা মেজর আদনান কবির।’’
খবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল