সুন্দরবনের ধানসিদ্ধির চর থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। তাদের জন্য মুক্তিপণ চাওয়া হয়েছে।
ঈদের পরদিন বুধবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চরের চউলাবগি এলাকায় মাছ শিকারের সময় জেলে নৌকায় হামলা চালিয়ে তাদের অপহরণ করে দস্যুরা।
জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসিদ্ধির চরের চউলাবগি এলাকায় বুধবার ভোরে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়।
দস্যুরা জেলেদের ট্রলারে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেয়। এছাড়া জনপ্রতি ৩০ হাজার টাকা করে মুক্তিপণ চেয়ে ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার মংলা, রামপাল ও শরনখোলা থানার বিভিন্ন এলাকায়।
কোস্ট গার্ড পশ্চিম জোন মংলার অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, জেলে অপহরনের ঘটনা শুনেছি। সকাল থেকেই অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
খবর বিজ্ঞপ্তি