সুন্দরী বলেই আটক করে পুলিশ, দাবি তরুণীর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লাস ভেগাস বিমানবন্দর থেকে এক তরুণীকে আটক করেছে। আটকের পর ওই তরুণী দাবি করেন দিনি অতিরিক্ত সুন্দরী বলেই তাকে আটক করা হয়।
কিন্তু আদৌ কি তাই! পুলিশের ভাষ্য অনুযায়ী, এয়ারপোর্টের এক রেস্তোরাঁর বিল না মেটানোর অভিযোগে ওই তরুণীকে আটক করা হয়।জানা যায়, হেইন্ড বুস্তামি (২৮)। সম্প্রতি লাস ভেগাস বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।
সেখানকারই এক রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল না মিটিয়ে তিনি পালিয়ে যান। এরপর ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুলিশকে জানালে তাকে আটক করা হয়।
পুলিশের অভিযোগ, আটকের পর বুস্তামি আপত্তিকর আচরণ করতে শুরু করেন। এমনকি তিনি পুলিশ কর্মকর্তাদের রীতিমতো ধমকীও দেন। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের মুখে থুতু ছেটানোরও চেষ্টা করেন বুস্তামি।
তবে বুস্তামি দাবি, ‘তিনি এতোই সুন্দরী যে তাকে দেখেই প্রলুব্ধ হয়ে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এমনকি তাকে ধর্ষণ করতেও উদ্যত হন কয়েকজন কর্মকর্তা।’
তবে এতোকিছুর পরেও আটক এড়াতে পারেননি ওই তরুণী। বিমানবন্দর থেকে তাকে ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ১ হাজার ডলারের বন্ডে জামিনও পান মহিলা। তবে সমস্যা এখনও পিছু ছাড়েনি তার।
বিমানবন্দরের নিয়ম ভাঙাসহ একাধিক অভিযোগ রয়েছে তার নামে। তার ওপর আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাস ভেগাস মিউনিসিপ্যাল আদালত। আগামী ২৭ অক্টোবর ওই তরুণীকে ফের আদালতে হাজির হতে হবে।
আন্তর্জাতিক খবর