১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৭ খুনের দ্রুত বিচার : প্রধান বিচারপতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৩ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০১৭

সাত খুন মামলার রায়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অপরাধী যত বড়ই হোক না কেন সে দায়মুক্তি পাবে না।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে সাত খুনের আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়’।

মঙ্গলবার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, র‌্যাবের কতিপয় প্রভাবশালী কর্মকর্তা দায়মুক্তির মানুষিকতা নিয়ে নারায়ণগঞ্জের লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে। যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এই চাঞ্চল্যকর মামলা স্বল্পতম সময়ের বিচার নিষ্পত্তি করায় দেশের জনগণের বিচার বিভাগের প্রতি আস্থা আরো বেড়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাত খুন হওয়ার পর ২০১৪ সালের ১১ বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ র‌্যাব-১১ এর প্রাক্তন কমান্ডার লে. কর্নেল তারেক সাঈদসহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

সোমবার সাত খুনের মামলায় নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন