বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০১৬
দীপ্ত টিভিতে প্রচারিত ‘সুলতান সুলেমান’ ধারাবাহিক বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে দীপ্ত টিভি দর্শক ফোরাম। সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল দীপ্ত টিভি দর্শক ফোরামের আহ্বায়ক শাহ কামালের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডির নির্বাহী পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার জাহিদ, শিক্ষক সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি জহিরূর ইসলাম, বরিশাল গাজী টিভি প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল জাতীয় পার্টি নেত্রী রিনা বেগম, বিশ্বজিৎ দত্ত, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তজন-এর নির্বাহী পরিচালক এস এম শাহজাদা ও সাঈদ পান্থ প্রমুখ।
বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে সুস্থধারার বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ করে দিয়ে অসুস্থ, অপসংস্কৃতির নাটক, সিরিয়াল প্রচারিত হলে দেশের মানুষ তা মেনে নেবে না। দেশে স্টার জলসাসহ বিদেশি বিভিন্ন চ্যানেলের অপসংস্কৃতির অনুষ্ঠানের কারণে আমাদের মা-বোনেরা আজ ঝুঁকিতে। অন্যদিকে, দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে।
তাই দীপ্ত টিভির প্রচারিত সুলতান সুলেমান বন্ধের ষড়যন্ত্র বাদ দিয়ে দেশীয় টিভিতে সুস্থ মানসিকতার বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য সমাবেশ থেকে তথ্য মন্ত্রণালয়সহ সরকারের কাছে দাবি জানানো হয়।