বার্তা পরিবেশক, অনলাইন :: আইসিইউ তৈরি, পিপিই ও চীনা বিশেষজ্ঞ আনার সুসংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশে নতুন করে ১০০টি আইসিইউ ইউনিট স্থাপন করছি। পর্যায়ক্রমে ৪০০টি আইসিইউ স্থাপন করা হবে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, কয়েক লাখ পিপিই আনা হচ্ছে চীন থেকে। এ ব্যাপারে আদেশ দেয়া হয়েছে। খুব শিগগিরই বিমানে করে আনা হবে।
কয়েকজন চীনা বিশেষজ্ঞদেরও আনার কথা ভাবা হচ্ছে, তারা এসে দেশে প্রশিক্ষণ দেবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা আক্রান্তদের জন্য আমরা বিভিন্ন হাসপাতাল তৈরি রেখেছি।সেখানে যেকোনো সময় আমরা চিকিৎসা শুরু করতে পারবো।