দ্বিতীয় শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে তৃতীয় শ্রেণিতে উঠেছিল তানভীর রাকিব (১০)। এ সুখবরটি সে তার বাবা-মাকে জানাতে উদগ্রীব ছিল। কিন্তু বিধিবাম। পরীক্ষার ফল নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে প্রাণ গেলো তার। একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে তানভীর।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রোববার বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া জানকি সিং রোডে।
শিশু তানভীর কাউনিয়া এলাকার খাবার হোটেল ব্যবসায়ী দিলু মিয়ার ছেলে। এবং উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা বরিশালটাইমসকে জানান, তানভীর তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ফাইনাল পরীক্ষার ফল জানতে সে স্কুলে আসে। সে দ্বিতীয় শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে তৃতীয় শ্রেণিতে উন্নীত হয়।
পরীক্ষার ফল নিয়ে বাসায় ফেরার পথে জানকি সিং রোডে একটি দ্রুতগামী মোটরসাইকেল তানভীরকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চালক।
তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে চালককে খোঁজা হচ্ছে।’
শিরোনামবরিশালের খবর