সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ সনাক্ত করলো পরিবার
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের বগিরচরের বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাত সেই ব্যক্তির মরদেহ সনাক্ত
করেছে পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে ওই ব্যক্তির স্ত্রী হোসনেয়ারা বেগম লালমোহন থানায় এসে মরদেহটি সনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই শাহজালাল। তিনি বলেন, মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিকালে ওই ব্যক্তির পরিবারের লোকজন লাশটি প্রাথমিকভাবে চিনতে পারে।
পরে রাতে থানায় এসে ওই ব্যক্তির স্ত্রী হোসনেয়ারা বেগম লাশটি তার স্বামীর বলেন সনাক্ত করেন। হোসনেয়ারা বেগমের দাবী, উদ্ধার হওয়া লাশটি তার স্বামীরই। তার নাম তোফাজ্জল হোসেন নান্নু তালুকদার (৫৯)। বরিশালের মেহেন্দিগঞ্জ থানার জালির চর এলাকার মৃত আব্দুর রব তালুকদারের ছেলে তিনি।
হোসনেয়ারা বেগম আরো জানান, গত ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে বের হন তোফাজ্জল হোসেন নান্নু। এরপর আর বাড়ি ফিরেননি তিনি।
অনেক জায়গায় খোঁজা হলেও কোথায়ও সন্ধান মিলেনি তার। এরপর গত ১৮ অক্টোবর মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন হোসনেয়ারা বেগম।
বিভাগের খবর, ভোলা