বার্তা পরিবেশক, অনলাইন :: বয়স্ক ব্যক্তিদের কান ধরে ওঠবস করানো ও ছবি তোলার পর সমালোচনার জেরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যশোরের মণিরামপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। এবার এ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ শনিবার সুপ্রিম কোর্টের এ আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘তারা বয়স্ক মানুষ। তাদের কোনো অভাব-অভিযোগ না শুনে, প্রয়োজন না বুঝে কান ধরে ওঠবস করিয়েছেন এসি ল্যান্ড। এসি ল্যান্ড নিজেই ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ, তা নিয়ে বসে থাকা যায় না।’
গতকাল শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এসি ল্যান্ড সাইয়েমা হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। ব্যাপক সমালোচনার মুখে আজ শনিবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।