বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:০৮ অপরাহ্ণ, ০৫ অক্টোবর ২০১৬
জাতীয় কন্যা শিশু দিবসের দিনে বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক ছাত্রীর সাথে ২৫ বছরের এক যুবকের বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলাবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড শতরূপা তালুকদার এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত বেঞ্চ সহকারি মো. সিদ্দিকুর রহমান বরিশালটাইমসকে জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের দিনমজুর শাহ আলম সরদারের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়ার সাথে উত্তর বাগধা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে জুয়েল মিয়ার (২৫) ৩০ সেপ্টেম্বর জাতীয় কণ্যা শিশু দিবসের দিনে বিয়ে হয়।
বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত শিশুছাত্রীর বাবা শাহ আলম সরদার ও বর জুয়েল মিয়াকে ১ হাজার টাকা করে জরিমানার দণ্ড প্রদান করেন।