বরিশাল: বরিশাল নগরীতে বসবাসরত ব্রিটিশ নাগরিক মিস লুসি হল্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
দীর্ঘ প্রায় ৫৬ বছর ধরে লুসি হল্ট বাংলাদেশে থেকে আয়া হয়ে সেবা দিয়েছেন, হয়েছেন মহান মুক্তিযুদ্ধের নিরব সাক্ষী। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বরিশালটাইমসসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেলে তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন জেলা প্রশাসক।
বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল অক্সফোর্ড মিশনে মিস লুসি হল্টের কক্ষে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন ডিসি।
এসময় ডিসি সাইফুজ্জামান প্রতিশ্রুতি দিয়ে বলেন- লুসির পাশে সরকার সবসময় রয়েছে তার সহযোগিতার জন্য। এরকম মানুষকে সবসময় সহায়তা করবে সরকার। এছাড়া প্রতিবছর লুসির ভিসা রিনিউ করার জন্য যে টাকা খরচ হয় এবং তাকে যেন দ্বৈত নাগরিকত্ব দেয়া হয় এজন্য তিনি তার পক্ষ থেকে চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানান।
এদিকে বিজয় দিবসের প্রাক্কালে মিস লুসির প্রতি জেলা প্রশাসকের এমন উদ্যোগ প্রশংসিত বলে অভিমত জানিয়েছেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী। তিনি বলেন, এমন উদ্যোগ অবশ্যই আমাদের আনন্দ জোগায়, প্রকাশ পায় লুসির প্রতি আমাদের ভালবাসা।
একই মত দিয়েছেন, মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুও।
ডিসির সাথে সাক্ষাৎ শেষে মিস লুসি হল্ট বলেন, জেলা প্রশাসকের সহায়তার আশ্বাসে আমি খুশি। আমাকে সহায়তার জন্য এর আগেও বেশ উদ্যোগ নেয়া হয়েছিল, তবে তাতে কিছুই হয়নি। কিন্তু এবারে আমি আশাবাদী সরকারের প্রতি।
লুসি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের কারণেই আমি সহায়তার আশ্বাস পেয়েছি। একারণে আমি খুব উৎফুল্ল।
ব্রিটিশ নাগরিক মিস লুসি হল্টের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা শাহজাহান খান, এমজি কবির ভুলু, মোখলেসুর রহমান, এনায়েত হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কাজী হোসনেয়ারা ও অক্সফোর্ড মিশনের ম্যানেজার বেনডিক্ট বিমল বেপারী প্রমুখ।
টাইমস স্পেশাল, বরিশালের খবর