পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গি সন্দেহে আটক ৪ যুবকের বিরুদ্ধে সোমবার বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডও চাওয়ার বিষয়টি জানিয়েছে কলাপাড়া থানাও ওসি।
তবে ওই ৪ যুবক কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাই রিমান্ডে নিয়ে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন।
আটক যুবকরা হলেন- মো.কামাল হোসেন (৩৮) বাবুল খাঁ (৪৫) আখতার শাহাবুদ্দিন পাপ্পু (২৮) এবং মিলন সিকদার (২৮)। গত রোববার সকাল ১০ থেকে তারা পৌর শহরের বড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করলে বিষয়টি কলাপাড়া থানার পুলিশ কনেষ্টেবল হামিম শরীফের সন্দেহ হয়।
এসময় থেকে সে ওই চার যুবকের গতিবিধি লক্ষ্য করতে থাকে। পরে তারা প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে যাওয়ার সময় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশ্রাফুল ও কনেষ্টেবল হামিম একটি টিম নিয়ে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিস্ফোরক দ্রব্য পান। ওই সময় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বরিশালটাইমসকে বলেন’ তরা জঙ্গি কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাছাড়া আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।’’
পটুয়াখালি