১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সেই ৭ হুজি নেতা খালাস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০১৬

ঝালকাঠিতে নিষদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের (হুজি) ৭ সদস্যকে সন্দেহজনক অপরাধ থেকে (৫৪ ধারা) খালাস দিয়েছেন আদলত। আজ মঙ্গলবার দুপরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ আদেশ প্রদান করেন। এরপরে সন্ধ্যায় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে তিন দিন নিখোঁজ থাকার পরে ১৩ নভেম্বর নলছিটি থানা পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয় এই ৭ হুজি সদস্য। পরদিন দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক মো. ফিরোজ আলম গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তদন্তে জন্দেহজনক অপরাধের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় সাতজনকে অব্যহতি দিয়ে আজ মঙ্গলবার আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি।

আসামী পক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেপ্তারের কোন অপরাধ প্রমাণ করতে পারেনি। তাই আদালত সাতজনকেই খালাস প্রদান করেন। এখন আর তাদের মুক্তিতে কোন বাধা নেই। যেহেতু তাদের বিরুদ্ধে অন্য কোন মামলা নেই, তাই সন্ধ্যায় ঝালকাঠির  কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা সংলগ্ন মসজিদে প্রশিক্ষণ চলাকালে পুলিশ অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেডও বেশ কয়েকটি জেহাদি বইসহ ৯ হুজি সদস্যকে গ্রপ্তোর করে। আদালত তাদের চার বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মধ্যে ৭ জন উচ্চ আদালত থেকে জামিন পায়। এরপর গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে তিন দিন নিখোঁজের পরে ১৩ নভেম্বর নলছিটি থানা পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয় তারা।

37 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন