৪ ঘণ্টা আগের আপডেট রাত ১:২০ ; রবিবার ; অক্টোবর ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সেই ৭ হুজি নেতা খালাস

বরিশালটাইমস রিপোর্ট
১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

ঝালকাঠিতে নিষদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের (হুজি) ৭ সদস্যকে সন্দেহজনক অপরাধ থেকে (৫৪ ধারা) খালাস দিয়েছেন আদলত। আজ মঙ্গলবার দুপরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ আদেশ প্রদান করেন। এরপরে সন্ধ্যায় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে তিন দিন নিখোঁজ থাকার পরে ১৩ নভেম্বর নলছিটি থানা পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয় এই ৭ হুজি সদস্য। পরদিন দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক মো. ফিরোজ আলম গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তদন্তে জন্দেহজনক অপরাধের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় সাতজনকে অব্যহতি দিয়ে আজ মঙ্গলবার আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি।

আসামী পক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেপ্তারের কোন অপরাধ প্রমাণ করতে পারেনি। তাই আদালত সাতজনকেই খালাস প্রদান করেন। এখন আর তাদের মুক্তিতে কোন বাধা নেই। যেহেতু তাদের বিরুদ্ধে অন্য কোন মামলা নেই, তাই সন্ধ্যায় ঝালকাঠির  কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা সংলগ্ন মসজিদে প্রশিক্ষণ চলাকালে পুলিশ অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেডও বেশ কয়েকটি জেহাদি বইসহ ৯ হুজি সদস্যকে গ্রপ্তোর করে। আদালত তাদের চার বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মধ্যে ৭ জন উচ্চ আদালত থেকে জামিন পায়। এরপর গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে তিন দিন নিখোঁজের পরে ১৩ নভেম্বর নলছিটি থানা পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয় তারা।

খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালসহ ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস  চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত  মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম  বিএম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বসবাস: পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত  কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা   কলাপাড়ায় গ্রামীণ কিশোরীদের সেলাই প্রশিক্ষণ  ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ  সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ  গণমাধ্যমে ভিসা নীতি নিয়ে পিটার হাসের বক্তব্য : ১৯০ বিশিষ্ট নাগরিকের নিন্দা  গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: পিটার হাস