৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সেটেলমেন্ট কর্মচারীদের ঘুষ না নেওয়ার শপথ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ সাধারণ মানুষের হয়রানির নানা অভিযোগ ওঠে। আজ রবিবার স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী ভুক্তভোগিদের অভিযোগ পেয় আকস্মিক উপজেলা সেটেলমেন্ট অফিসে হাজির হন। তিনি ভূমি মালিকদের কাছ থেকে উৎকোচ গ্রহণ জমির পর্চা রেকর্ড ও ৩০ ধারায় সাধারণ মানুষকে হয়রানি করাসহ দালালদের তৎপরতা প্রত্যক্ষ করেন।

এ সময় সংসদ সদস্য সহকারী সেটেলমেন্ট অফিসার এস, এম ফারুক উজ্জামানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের বুকের ওপর হাত রেখে আর ঘুষ গ্রহণ না করা, সেটেলমেন্ট অফিসে দালালদের প্রশয় না দেওয়াসহ বিভিন্ন দুর্নীতি থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করান। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বুকে হাত দিয়ে শপথ পড়ান।

এমপির উপস্থিতিতে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের সত্যতা স্বীকার করে সহকারী সেটেলমেন্ট অফিসার এস.এম ফারুক উজ্জামান বলেন, আমরা এ অফিসকে ঘুষ-দুর্নীতি ও দালালমুক্ত ঘোষণা করে জনগণের সেবক হিসেবে কাজ করতে শপথ নিয়েছি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি বলেন, নাগরিক সেবামূলক সকল প্রতিষ্ঠানগুলো ঘুষ ও দালালমুক্ত করার সকল উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানে যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেখানে ঘুষ ও দুর্নীতি চলবে না।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন