সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের ঝাড়খন্ডের হজারিবাগে সেতুর রেলিং ভেঙে একটি বাস খাদে পড়ে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
এনডিটিভি, জিনিউজসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল।
পুলিশ জানায়, গিরিডি থেকে রাঁচি ফেরার পথে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে সিওয়ান নদীর রেলিং ভেঙে নিচে পড়ে যায় একটি বাস। তবে বাসটি যে জায়গায় পড়েছিল, সেখানে নদীর পানি ছিল না।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হলে উদ্ধারকারী দল দুটি মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। তবে নদীর পানির মধ্যে বাসটি পড়েনি। তেমন হলে হতাহতের সংখ্যা আরও বাড়তো।
আন্তর্জাতিক খবর